দু' জন করোনা যোদ্ধা ডাক্তার !
দু-জনেই ডাক্তার। মেহেদী ভাই ও ভাবি।
দুই বছরের ফুটফুটে একটি বাচ্চা।
>জানুয়ারি মাসের শুরুতে সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই করোনা
স্পেশালাইজড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল দায়িত্ব পালন করতেছেন।
প্রায় তিন মাসের অধিক সময় ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে পারেননি।
শুরুর দিকে বাবা বাবা বলে এগিয়ে আসলেও কষ্ট বুকে চেপে বাচ্চাটাকে দূরে সরিয়ে রেখেছেন।
এখন আর বাবুটার কাছেও যান না।
এতদিন ভাবি বাচ্চাটাকে আদরে রাখলেও বর্তমানে তাও পারছেন না,
কারণ তিনিও একজন ডাক্তার। তাকেও করোনা সংশ্লিষ্টদের নিয়ে কাজ করতে হয়।
ওই জায়গাটায় কষ্ট করে একটু নিজেকে কল্পনা করুন। কেমন অনুভূতি হয়!!
অসাধারণ একজন মানুষ মেহেদী ভাইকে ফোন দিয়ে কেউ উপকার পায়নি এমন কথা তার শত্রুরাও বলতে পারবে না।
দিনরাত ২৪ ঘন্টা তিনি মানুষের জন্য। গভীর রাতে ফোন দিলেও হাসিমুখে মানুষের উপকার করেছেন।
অল্প কয়েকজন স্বার্থপর লোভী ডাক্তারদের জন্য পুরো কমিউনিটিকে দোষারোপ করা যাবেনা।
এমন অসংখ্য মেহেদীরাই হাসি-কান্না লুকিয়ে রেখে মানুষের জন্য পরিশ্রম করছেন।
নানা সীমাবদ্ধতার মধ্যেও জীবন বাজি রেখে লড়াই করছেন করোনার বিরুদ্ধে।
ডা.মেহেদীরাই বাংলাদেশ