করোনায় এক ম্যাচেই বার্সার ক্ষতি প্রায় ৫৭ কোটি টাকা
করোনাভাইরাস সংক্রমণের আঁচ লেগেছে স্পেনেও।
বিশ্বব্যাপী মহামারি হিসেবে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সংক্রমণরোধে ব্যবস্থা নিচ্ছে ক্রীড়া সংস্থাগুলো।
চ্যাম্পিয়নস লিগে যেমন আগামী সপ্তাহে শেষ ষোলো ফিরতি লেগে বার্সেলোনা-নাপোলি ম্যাচটি গড়াবে দর্শকহীন ক্যাম্প ন্যুতে।
এতে আর্থিক লোকসানের পরিমাণটা ইত মধ্যেই হিসেব করে ফেলেছেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।
ক্ষতিটা শুধু বার্সার না। করোনা সংক্রমণরোধে ইউরোপে যেসব ম্যাচ দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হচ্ছে সবাইকেই এ ক্ষতি মেনে নিতে হচ্ছে।
সিরি আ তো স্থগিতই করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ। তবে বার্সারও সভাপতির কাছেও টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
সংবাদমাধ্যমকে বার্তোমেউ আজ বলেছেন, ‘আর্থিক লোকসান তো অবশ্যই হবে। শুধু বার্সা নয়,
যেসব ক্লাব দর্শকহীন মাঠে খেলছে সবাইকেই ক্ষতিটা মেনে নিতে হচ্ছে। বার্সার প্রায় প্রায় ৫৭ কোটি টাকা মতো লোকসান হবে।’
তবে করোনা মহামারি হয়ে ছড়িয়ে পড়ায় খেলার চেয়ে মানুষের জীবনকেই বড় করে দেখছেন বার্সা সভাপতি, ‘এটা সবার সমস্যা। টাকা এখানে প্রধান সমস্যা না। মানুষের স্বাস্থ্যের প্রাধান্যই সবার আগে। অবশ্যই এটা নিয়ে হতাশা আছে যার প্রভাব পড়বে ক্লাব সদস্য, দর্শক ও বিশ্ব ফুটবলের ওপর।’