নির্যাতিতদের জন্য আমাদের দরজা সর্বদা উন্মুক্ত!
তুরস্কের প্রসিডেন্ট এরদোগান বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নির্যাতিত শরনার্থীদের জন্য তুরস্কের দরজা সর্বদা খোলা থাকবে।
গত ৩ আগস্ট ইস্তাম্বুলে একটি অর্থোডক্স চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্পেন থেকে উত্তর আফ্রিকায় আসা নিপীড়িতদের জন্য আমাদের হৃদয় ও দরজা সবসময়ই উন্মুক্ত ছিলো৷
ইতিহাস যার সাক্ষী। তিনি আরো বলেন, আমরা বর্তমানে সিরিয়া,
ইরাক, আরব, কুর্দী এবং তুর্কিমেন এর পাশাপাশি সিরিয়ান, ইয়াজদিন ও অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে আমাদের প্রায় ৪ মিলিয়ন মুসলিম ভাইদের মেহমানদারীর ব্যবস্থা করছি। তিনি বলেন,
যখন ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী সংগঠনগুলো তাদের উপর বিভিন্ন ধরণের অত্যাচার করেছে এবং তাদের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করেছে, তখন আমরা কোনরকম বৈষম্য ছাড়াই আমাদের হৃদয় খুলে দিয়েছি।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, আমাদের মন ও মননে কখনো বৈষম্যের জায়গা হয়নি। আর হবেও না। এছাড়াও সন্ত্রাসবাদের বিষয়ে তিনি বলেন, স’ন্ত্রা’সী সংগঠনগুলো ও তাদের পরিচালনাকারী বাহিনীর মূল লক্ষই হলো ‘আমাদের স্বদেশ”
এরদোগান জোর দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে পরিচালিত হামলা ব্যর্থ করার একমাত্র পথ হলো,
দেশের সকল নাগরিক এক ব্যক্তির হৃদয়ে থাকবে। পরিচালিত হামলা ব্যর্থ করার একমাত্র পথ হলো, দেশের সকল নাগরিক এক ব্যক্তির হৃদয়ে থাকবে