ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যুক- যুদ্ধমন্ত্রী লিবারম্যান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিথ্যুক বলে অভিহিত করেছেন সাবেক যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান।
 তিনি ‘ইসরাইয়েল বেইতিনু’ দলের প্রধান।
সাবেক যুদ্ধমন্ত্রী অভিযোগ করেন, নেতানিয়াহু প্রতিদিন, প্রতি ঘণ্টায় মিথ্যা কথা বলেন এবং
তিনি দায়িত্ব পালনের অযোগ্য।
ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লিবারম্যান আরো বলেন,
সেপ্টেম্বরে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে; তার আগে নেতানিয়াহু একটি সংকটাপন্ন মুহূর্তের মধ্যে রয়েছেন।
 নেতানিয়াহু হচ্ছেন উগ্র ডানপন্থি লিকুদ পার্টির নেতা। সাক্ষাৎকারে লিবারম্যান বলেন,
নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তিনি যে প্রস্তাব দিয়েছেন তার সম্ভাবনা ক্ষীণ কারণ নেতানিয়াহু তাকে ভয় পাচ্ছেন এবং তিনি জানেন যে, তার অবস্থা খুবই খারাপ। গত মে মাসে ইসরাইলের সংসদ ভেঙে দেয়া হয় এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু শরীক দলগুলোর সঙ্গে নেতানিয়াহুর সরকার গঠন নিয়ে মতভেদ দেখা দেয়।
 ফলে মারাত্মক অচলাবস্থার মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 লিবারম্যান বলছেন, এ নির্বাচনে সরকার গঠন করতে না পারলে নেতানিয়াহুর দলের প্রধানের পদ থেকে সরে যাওয়া উচিত।


Powered by Blogger.