৩৩ ঘণ্টার অপারেশনে আলাদা জোড়া লাগা দুই বোন


 

বাংলাদেশের রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে
 দীর্ঘ ৩৩ ঘণ্টার অপারেশনে সফলভাবে আলাদা করা হয়েছে
মাথায় জোড়া লাগা জমজ বোন রাবেয়া ও রুকাইয়াকে।

এ ধরণের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা।
অপারেশনটি ঢাকায় সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পেল।
 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,
গত ১ আগস্ট দিবাগত রাত ১টায় মাথা জোড়া লাগানো জমজ বাচ্চাদের পৃথকীকরণের জটিল অপারেশনটি সিএমএইচে শুরু হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এই অপারেশনটি সম্পন্ন করতে ৩৩ ঘণ্টা সময় লাগে।



এ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে, নিউরো ও প্লাস্টিক সার্জনসহ ঢাকা মেডিকেল কলেজ,
 শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সাইন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও এ্যানেসথেসিওলজিস্ট অংশগ্রহণ করেন।

মাথায় জোড়া লাগা জমজ বোন রাবেয়া ও রুকাইয়ার সফল অপারেশন প্রতিবেদনে বলা হয়,
 অপারেশনে নেতৃত্ব দিয়েছে হাঙ্গেরির দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের মেডিকেল টিম।

জোড়া লাগা এই দুটি শিশুকে আলাদা করা এই অপারেশন প্রক্রিয়ার নাম দেয়া হয়েছে ‘অপারেশন ফ্রিডম’।
 দুই দেশের চিকিৎকরা সমন্বিতভাবে অপারেশন করেন। ওই দুই বোনকে আলাদা করতে তিন ধাপ অপারেশন প্রয়োজন হয়েছিল।


আইএসপিআর জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহৃদয়তায় পাবনার চাটমোহর এর রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির তিন বছর পনের দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছিল।

শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন বিষয়টির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন।
 ইতোপূর্বে প্রাণবন্ত বাচ্চা দুটির দু-স্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
এবং ৪৮টি ছোট বড় অপারেশন হাঙ্গেরিতে সম্পন্ন হয়।
   অস্ত্রোপচারের সবচাইতে জটিল অংশটি ‘জমজ মস্তিষ্ক’ আলাদাকরণের কাজটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়।
ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ জানান, এ ধরণের অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশী নয়।

অপারেশনের পর রাবেয়া এবং রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সমগ্র দেশবাসীর কাছে রাবেয়া এবং রোকেয়ার দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

Powered by Blogger.