অনুপ্রেরণার আরেক নাম বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নাসির উদ্দিন আহমেদ
বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অনুপ্রেরণার আরেক নাম বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নাসির উদ্দিন আহমেদ
যে কিনা রীতিমতো এক যুদ্ধ করেছেন ময়মনসিংহ অঞ্চলে চিকিৎসার আলো ছড়াতে।।
পরিবার পরিজন ছেড়ে এই বয়সে একাকী জীবনে দুঃখী মানুষের জন্য শক্ত হাতে লড়ে চলেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আগে গড়ে উঠেছিল এক ভিন্ন কালোবাজারি। তিনি সেখানে জনমানুষের জন্য কি না করে করেছেন।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে সকল ওষুধ মানুষ পাচ্ছে একদম ফ্রি, রয়েছে নন স্টপ সার্ভিস। আগে যেখানে হাসপাতালের বাইরে (চরপাড়ায়) ঔষধের বিজনেস ছিল রমরমা সেখানে এখন ২ টা দোকান খোলা। তাও আবার সব ওষুধ পাওয়াই যায় না। কেন দোকানিকে জিজ্ঞাস করলে উত্তরে বলে চলে নাতো।।
ভাবা যায়!!
উনার বদলির জন্য ২ কোটি টাকা চাঁদাও তুলেছিল কালোবাজারে ওষুধ ব্যবসায়ী এবং ক্লিনিক নামের কসাইখানার মালিকেরা।
বাইরের ডায়াগনস্টিক সেন্টার গুলোও ধুকছে রাগে ক্ষোভে।
আর হ্যা উনার সাধ্য আর কতো টুকু, একজন মানুষ জীবনের সবকিছু দিয়ে চেষ্টা করেছেন চিকিৎসায় সুদিন আনতে।
তাঁকে এই হাসপাতাল পেয়ে ৫/৬জেলার মানুষ
আনন্দে অশ্রু দেয়।।
স্বাস্থ্য মন্ত্রনালয়ে এমন একজন লোক থাকলে আজকে দেশের চিকিৎসা সেবাটা উন্নত দেশের কাতারে চলে যেত।।